2024-06-16
তারিখ:০৬/০৬/২০২৪
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব (GBDC) এর পক্ষ থেকে পুরো মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।আলহামদুলিল্লাহ আজকে প্রথম ইভেন্ট গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের আঙিনায় সম্পন্ন হয়েছে।এছাড়াও আমরা বৃক্ষ রোপন কর্মসূচিতে গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের GBDC পক্ষ থেকে প্রায় ৫০০০ হাজার গাছ গৌরনদী উপজেলার [ স্কুল কলেজ মাদরাসার ] বৃক্ষরোপনের কর্মসূচির অভিযান হাতে নিয়েছে ইনশাআল্লাহ সম্পুর্ণ করবে।
উক্ত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অভিযানে আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গৌরনদী উপজেলা নির্বাহি অফিসার (UNO) আবু আবদুল্লাহ খান। তার হাতেই করা হয় উক্ত মাসব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওলিউল্লাহ স্যার , সহকারি প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান পনির স্যার, গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব GBDC এর সম্মানিত পরিচালক ইমরান ইবনে আমিন , সাধারন সম্পাদক - আশিকুর রহমান রমজান সাংগঠনিক সম্পাদক- মোঃ সানাউল হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক - অবিনাশ সমাদ্দার, প্রচার সম্পাদক - তুহিন ইসলাম এছাড়াও বিভিন্ন দায়িত্বশীল ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন GBDC এর স্বেচ্ছাসেবী আহিয়ান অনিক,জিহাদুল ইসলাম ,শাকিল,রাসেল,কমল কর,প্রভাস,শাকিল আহমেদ,আলমাস,নাবিন,শাহাদাত,তনু,আলিফ,আফসানা,সুমাইয়া, সাদিয়া, জান্নাত,সাবিহা সহ আরও নতুন প্রমুখ।